Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এটাই বড় কথা: ইসি সচিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৭:০৭ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৭:০৭ PM

bdmorning Image Preview


নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে তা কোন ব্যাপার না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ।

তিনি বলেছেন, পার্সেন্টিজ ইজ নট ম্যাটার। কমিশন বলেছে, পার্সেন্টিজ কত হলো তা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। বিষয়টি হলো শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।

রবিবার (২৪ মার্চ) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিসি বলেন, প্রথম ধাপে ৪৩ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি ছাড়া বাকি উপজেলাগুলোর ফলাফলে ৪৫ শতাংশ ভোট পড়েছে। এবারের নির্বাচনেও আমরা ৪০ থেকে ৪৫ ভোট পড়বে বলে আমরা আশা করছি।

নির্বাচনে ভোট কম পড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, নির্বাচনে একটি জোট অংশগ্রহন করেনি । তাদের ভোটাররা কেন্দ্রে আসেনি। আবার ওই জোটে ভোটারদের কেন্দ্রে না আসার বিষয় প্রচারণা রয়েছে। সেটিরও প্রভাব রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের দেশে এমন কোন আইন নেই, যে কত শতাংশ ভোট পড়লে এটা গ্রহনযোগ্যততা পাবে, কি পাবে না।

Bootstrap Image Preview