Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিকৃবি শিক্ষার্থীকে হত্যা, ১২ ঘণ্টার ব্যবধানে আরেক শিক্ষার্থীর মৃত্যু

হৃদয় দেবনাথ
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৯:০২ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৯:০৩ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের শেরপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম আফনানকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনার ১২ ঘণ্টা পার হতে না হতেই মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিকশার চাপায় সুমন মিয়া (২৪) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।

রবিবার (২৪ মার্চ) দুপুরের দিকে ভানুগাছ বাজারে এ ঘটনা ঘটে। সুমন মিয়া কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকার রিক্সা মেকানিক বাবুল মিয়ার ছেলে। তিনি মৌলভীবাজার সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সামনের রাস্তায় দ্রুতগামী সিএনজি সুমন মিয়াকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

কমলগনঞ্জ থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ড্রাইবার পলাতক, তবে সিএনজি আটক আছে।

Bootstrap Image Preview