Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্বশুরবাড়ি থেকে আটক করা হয় সেই বাসের হেলপারকে

হাসান আহমদ, ছাতক প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৯:১৯ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৯:১৯ PM

bdmorning Image Preview


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম তাহসিনকে যাত্রীবাহী উদার পরিবহন থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগে বাস হেলপার মাসুক আলীকে (৩৮) আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ মার্চ) দিবাগত রাত দুইটার পর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, মাসুক আলী সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার মৃত দৌলত আলীর ছেলে। এর তার আগে বাসের চালককে আটক করা হয়।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান রাতেই তাতক্ষণিকভাবে প্রেস ব্রিফিং করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক হেলপার মাসুক আলীকে দেড়ঘণ্টা অভিযানের মাধ্যমে তার শ্বশুরবাড়ি থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বাসের সুপারভাইজারকে ঘটনার জন্য দায়ী করে। তাকে মৌলভীবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Bootstrap Image Preview