Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ নগ্ন অবস্থায় বিমানে যাত্রী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৯:৫২ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৯:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মস্কোর দোমোদেদোভো বিমানবন্দরের শনিবার সকালটা অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল। কিন্তু বেলা গড়াতেই ছবিটা বদলে গেল। এক বিমানযাত্রী কাণ্ডকারখানায় রীতিমতো হুলুস্থূল অবস্থার সৃষ্টি হল সেখানে। শুধু তাই নয়, তার কীর্তির ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে।

ভিডিও এবং প্রকাশিত খবর থেকে জানা গেছে, শনিবার ওই বিমানবন্দরে যাত্রীরা প্লেনে ওঠার জন্য জেট ব্রিজের কাছে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। সেখানেই ওই ব্যক্তিও দাঁড়িয়েছিলেন। আর তার দিকেই সকলের চোখ যায়। কারণ তিনি নগ্ন হয়ে ফাইনাল চেকিংয়ের জন্য প্রস্তুত৷

ঠিক কী কারণে ওই ব্যক্তি এমন কাণ্ড করলেন তা স্পষ্ট না হলেও, তিনি যে ওই অবস্থাতেই বিমানে উঠতে চাইছিলেন তা একপ্রকার স্পষ্ট হয়ে যায় ওই ভিডিও থেকে। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই ব্যক্তির দিকে অন্যান্য যাত্রীরা বেশি মনোযোগ দিচ্ছিল না একেবারেই। 

তবে নগ্ন ওই যাত্রী দাবি করেছিলেন, পোশাক ছাড়া অর্থাৎ নগ্ন অবস্থায় আকাশ ওড়া বেশি সহজ। তবে তার সেই আশা পূর্ণ হয়নি। পুলিশ ওই ব্যক্তিকে আটক করে তার মানসিক অবস্থা আদৌ ঠিক কি না তা পরীক্ষা নিরীক্ষা শুরু হরে। ওই যাত্রীর পরিচয় প্রকাশ্যে না এলেও, জানা গেছে ৩৮ বছরের এই ব্যক্তি সাইবেরিয়ার বাসিন্দা।

Bootstrap Image Preview