নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় স্বদেশ কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৫০০ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (২৪ মার্চ) বিকালে হাজী মোঃ এখলাছ উদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠে এ সংর্বধা দেয়া হয়।
স্বদেশ কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা প্রতিষ্ঠাতা লায়ন মোঃ মোজ্জাম্মেল হক ভূঁইয়া।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাবিবুর রহমান ভূইয়া, এখলাছ উদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মারুফা আক্তার, লায়ন সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাংবাদিক আশিকুর রহমান হান্নান, এস এম শাহাদাত, সাইফুল ইসলাম প্রমুখ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে সার্টিফিকেট সম্মননা ও ক্রেস্ট তুলে দেয়া হয়।