Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইপিএলে যে বিশেষ সুবিধা পাচ্ছেন মুসলিম খেলোয়াড়রা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ১২:২৭ AM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ১২:২৭ AM

bdmorning Image Preview


চলতি দ্বাদশ আইপিএলে বিশেষ সুযোগ পাচ্ছেন মুসলিম  ক্রিকেটাররা। মুসলিম খেলোয়াড়রা চাইলে মদের ব্র্যান্ডের লগো ছাড়া জার্সি পরতে  পারবেন। 

আইপিএল অংশগ্রহনকারী অনেক দল গুলোর স্পন্সর বিভিন্ন মদের কোম্পানি। যেহেতু ইসলামের দৃষ্টিতে মাদক দ্রব্য হারাম এবং এর প্রচার করাও হারাম।

ক্রিকেট বিশ্বের অনেক মুসলিম খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচে জার্সিতে মদ বা মাদক দ্রব্যের লোগ থাকলে সেটি পরিহার করেন। আন্তর্জাতিক ক্রিকেটের মত চলতি আইপিএলে দল গুলো সেই সুবিধা দিচ্ছে মুসলিম খেলোয়াড়দের। 

মুসলিম খেলোয়াড়দের এই সুবিধা প্রসঙ্গে চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ জানিয়েছেন, তারা এখনও কোনো খেলোয়াড়ের কাছ থেকে এরকম কোনো অনুরোধ পাননি। তবে খেলোয়াড়রা চাইলে তারা এই সুবিধা নিতে পারবেন।

উল্লেখ্য, চলতি আইপিএলে  মুসলিম ক্রিকেটার যারা আছেন তারা হলেন,  রশিদ খান, মোহাম্মদ নবী (আফগানিস্তান), সাকিব আল হাসান (বাংলাদেশ), খালীল আহমেদ, শাহবাজ নাদিম ও ইউসুফ পাঠান। পাঞ্জাবে আছেন মোহাম্মদ শামী, মুজিব উর রহমান (আফগানিস্তান) এবং সরফরাজ খান।

Bootstrap Image Preview