Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার গাঁজার বৈধতা দিল যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ১১:২৯ AM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ১১:২৯ AM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গাঁজা বৈধের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ দুই বছর ধরে ঝুলে থাকার পর অবশেষে সিদ্ধান্তটি কার্যকর হলো। এই অনুমোদনের মাধ্যমে ফ্লোরিডায় শুধু চিকিৎসা কাজে ব্যবহৃত গাঁজা বৈধ বলে বিবেচিত হবে।

গাঁজা বৈধের জন্য আইন সংশোধনে ২০১৬ সালে ভোট দেয় ফ্লোরিডাবাসী। কিন্তু ২০১৭ সালে সিনেটর রিক স্কট অঙ্গরাজ্যটিতে গাঁজা নিষিদ্ধ করেন। অবশেষে আরেক সিনেটর রন ডি-সান্তিস গত সোমবার এই নিষিদ্ধাদেশ তুলে দেন।

ফলে চিকিৎসা কাজে ব্যবহৃত গাঁজা বৈধ হয়। ডি-সান্তিস চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর ফ্লোরিডার আইনসভায় একটি বিল উত্থাপন করতে বলেন যেন তিনি ১৫ মার্চের মধ্যে গাঁজা বৈধ করতে পারেন।

এ সম্পর্কে সোমবার এক বিবৃতিতে ডি-সান্তিস বলেন, ২০১৬ সালে ফ্লোরিডার ৭০ শতাংশেরও বেশি নাগরিক গাঁজা বৈধকরণের পক্ষে ভোট দেয়। এ বিষয়টি নিয়ে কাজ করার জন্য আমি আমার সহকর্মীদের ধন্যবাদ জানাই। তারা ভোটারদের রায় কার্যকর করতে ভূমিকা রেখেছে।

Bootstrap Image Preview