Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উত্তরায় এসি বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০২:৪২ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০২:৪২ PM

bdmorning Image Preview


রাজধানীর উত্তরায় বাসার এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে দগ্ধ স্বামী আলমগীর হোসেন ভূঁইয়ার (৫০) পর মারা গেলেন স্ত্রী বিলকিস ফারজানা বেবী।

রবিবার (২৪ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান  রাজধানীর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন ভূঁইয়া। আর সোমবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উত্তরা পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিলকিস ফারজানা বেবী।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৮ মার্চ (সোমবার) দিবাগত রাতে উত্তরা ৩নং সেক্টরের নিজ বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণে ওই দম্পতি দগ্ধ হন। এতে তাদের দুজনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়।

 

Bootstrap Image Preview