Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৩,০০০ কিমি দূর থেকে মস্তিষ্কে অস্ত্রপাচার করলেন চিকিৎসক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০২:৫০ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০২:৫০ PM

bdmorning Image Preview


বেইজিংয়ের পিএলএ জেনারেল হাসপাতাল, চায়না মোবাইল ও হুয়াই ৫ জি প্রযুক্তি কাজে লাগিয়ে জটিল পার্কিনসন্স রোগে ভোগা ব্যক্তির মস্তিষ্কে ডিপ ব্রেন স্টিমুলেশন ইমপ্লান্ট করতে সফল হয়েছেন স্নায়ু বিশেষজ্ঞ লিং ঝিপেই ও তার দল।

সান্যা সিটিতে বসে দূর নিয়ন্ত্রণের সাহায্যে ওইদিন সকাল ৯টায় অস্ত্রোপচার শুরু করেন ডাঃ ঝিপেই। ৩,০০০ কিমি দূর থেকে ফাইভ জি প্রযুক্তি কাজে লাগিয়ে তিনি অনায়াসে বেইজিংয়ের অপারেশন থিয়েটারে শায়িত রোগীর মস্তিস্কে ডিবিএস প্রতিস্থাপন করেন। ফলে টেলিমেডিসিনের ক্ষেত্রে যুগান্তকারী নিদর্শন তৈরি করল চীন। অস্ত্রোপচারের পরে রোগী জানিয়েছেন, ‘সুস্থ বোধ করছি।’

ব্যস্ত শল্য চিকিৎসক লিং ঝিপেই বেইজিং ও হাইনান শহরে ঘুরেফিরে রোগী দেখেন। হাইনানে থাকার সময় বেইজিংয়ের এই রোগীর মস্তিষ্কে অস্ত্রোপচার জরুরি হয়ে পড়ে। অথচ সেই সময় বেইজিং থেকে হাইনানে উ[েড় আসা সম্ভব ছিল না রোগীর। সেই কারণে ফাইভ জি প্রযুক্তির সাহায্যে দূর নিয়ন্ত্রণ পদ্ধতিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

ঝিপেই জানিয়েছেন, ‘ ফোর জি প্রযুক্তিতে ভিডিয়ো ল্যাগবেং রিমোট কন্ট্রোল ডিলের মতো সমস্যা ফাইখ জি-তে নেই। তার ফলে প্রায় রিয়েল টাইম অস্ত্রোপচারে কোনও বিঘœ ঘটে না। মনেই হয় না, তিন হাজার কিমি দূরে বসে অস্ত্রোপচার করা হচ্ছে।’

Bootstrap Image Preview