Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মার্কিন নির্বাচনে রাশিয়ার প্রভাব ছিল না: মুলার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০২:৫৭ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০২:৫৭ PM

bdmorning Image Preview


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার সঙ্গে রুশ সংযোগ খুঁজে পায়নি এ ঘটনার তদন্তে নিযুক্ত বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার।

রবিবার (২৪মার্চ) এই কথা জানান অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার।

এর আগে বহুবার ট্রাম্প এই তদন্তকে ‘ডাইনির শিকার’ বলে মন্তব্য করেছেন। এই তদন্তকে ‘অবৈধভাবে মর্যাদাহানির ব্যর্থ চেষ্টা’ উল্লেখ করে তিনি বলেছেন, এটা লজ্জাজনক যে দেশকে এর মধ্য দিয়ে যেতে হয়েছে।

এই বিষয়ে মুলার বলেছেন, যেহেতু প্রতিবেদনে এই সিদ্ধান্তে আসা যায়নি যে প্রেসিডেন্ট অপরাধ করেছেন, তাই তাকে অভিযোগ থেকে মুক্তি দেওয়ার বিষয়টিও এখানে আসে না।

প্রতিবেদনটির ওপর উইলিয়াম বারের লেখা সারসংক্ষেপে বলা হয়েছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারের সঙ্গে যুক্ত কর্মকর্তারা রাশিয়ার সঙ্গে ষড়যন্ত্র করেছেন বা জেনে–বুঝে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন এমন কিছু খুঁজে পাননি বিশেষ কাউন্সিল।

সারসংক্ষেপের দ্বিতীয় অংশে বিচারে বাধা দেওয়ার ইস্যুটি উল্লেখ করে বার বলেন, বিশেষ কাউন্সেলের প্রতিবেদনটি প্রচলিত বিচারব্যবস্থা অনুসারে কোনো রায় নয়।বিচারে প্রেসিডেন্ট বাধা দিয়েছেন,এমন অভিযোগ প্রমাণে যথেষ্ট সাক্ষ্য ছিল না।

এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসি এবং সিনেটে ডেমোক্রেটিক নেতা চাক শুমার এক যৌথ বিবৃতিতে বলেছেন, উইলিয়াম বারের লেখা সারসংক্ষেপে দেওয়া উত্তরের মধ্যেই অনেক প্রশ্ন রয়েছে।

অন্যদিকে, এই প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প শিবিরে জয়ধ্বনি শুরু হয়ে গেছে। প্রতিবেদন সম্পর্কে ট্রাম্পের আইনজীবী রুডি জিলিয়ানি বলেন, তাঁর প্রত্যাশার চেয়ে প্রতিবেদনটি ভালো হয়েছে।

Bootstrap Image Preview