Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লজ্জার ষোলোকলা পূরণ হলো শ্রীলঙ্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৩:০৯ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৩:১০ PM

bdmorning Image Preview


ওয়ানডের পর এবার টি-টুয়েন্টিতেও হোয়াইটওয়াশ হল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ডি/এল মেথডে ৪৫ রানে হেরেছে শ্রীলঙ্ক। 

২-০ তে আগেই সিরিজ নিশ্চিত করা আফ্রিকা জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিসবিহীন দল সাজায়। টসে হেরে ব্যাটিংয়ে স্বাগতিক আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৯৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। 

দলের হয়ে সর্বোচ্চ রান করা ডোয়াইন প্রেটোরিয়াস ৩টি ছক্কা ও ৭টি চারে সাজিয়ে ৪২ বলে অপরাজিত ৭৭* রানের দুর্দান্ত এ ইনিংস খেলেন তিনি। এছাড়া রেজা হেনড্রিক্স করেন ৫২ বলে ৬৬ রান ও অধিনায়ক জেপি ডুমিনি ১৪ বলে ৩৪* রান করে অপরাজিত থাকেন।

আফ্রিকার দেওয়া পাহাড়সম রান তাড়া করতে নেমে উদ্ধোধনী জুটিতে  ৪.১ ওভারে ডি সিলভা ও নিরোশান ডিকভেলা ৪২ রানের জুটি গড়েন। তবে ধনঞ্জয়া মাত্র ৮ রানে সাজঘরে ফেরার পর শীলঙ্কার ইনিংসের বিপর্যয় শুরু হয়। দলীয় ৯৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা।

এরপর বৃষ্টি বিরতির পর ১৭ ওভারে শ্রীলঙ্কার নতুন লক্ষ্য দাঁড়ায় ১৮৩ রান। তবে সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৫.৪ ওভারে ১৩৭ রান তুলতেই অলআউট হয় তারা। নিরোশান ডিকভেলা দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংসটি খেলেন। এছাড়া ৩৬ রান করেন ইসুরু উদানা। 

আফ্রিকার হয়ে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন ফেলুকাওয়ো। দুটি করে উইকেট পান লুথো সিপামলা ও জুনিয়র দালা।

Bootstrap Image Preview