Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাজারে কবে আসছে, দাম কত হবে মাশরাফিদের 'রেপ্লিকা জার্সির' ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৩:২৭ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৩:২৭ PM

bdmorning Image Preview


ইতিহাসের প্রথমবারের মত টাইগার দলের জার্সি বিক্রি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রেপ্লিকা এই জার্সি পাওয়া যাবে দেশের সব খানে।

মাশরাফি ,সাকিবদের এই রেপ্লিকা জার্সি বাজারে আনবে দীর্ঘদিন টাইগারদের জার্সি সরবাহকৃত প্রতিষ্ঠান 'স্পোর্টস অ্যান্ড  স্পোর্টজ'। 

জার্সির দাম, দেখতে কেমন হবে, কবে থেকে পাওয়া যাবে সেই সব বিস্তারিত জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) সিও  নিজাম উদ্দিন চৌধুরি সুজন, এই রেপ্লিকা জার্সি বিক্রি করার জন্য 'স্পোর্টস অ্যান্ড  স্পোর্টজ' কোম্পানির সাথে আমরা এক বছরের চুক্তি করেছি।  'দর্শকদের কথা মাথায় রেখেই আমরা জার্সি বিক্রির পরিকল্পনা করেছি। 

বাজারে জার্সি আসলে সেট খুব দ্রুতই নকল হওয়ার সম্ভাবনা থাকে। তাই সেটি যাতে না হয়। সেটাও জানিয়ে দিলেন সিও সাহেব,   'এই ঘোষণার পর এরপর অন্য কেউ জার্সি বিক্রি করলে তা আইনগত পদক্ষেপ নেওয়া হবে।' 

তবে জার্সির মডেল, দাম কত , কোথায় , কোথায় পাওয়া যাবে সেই বিষয়ে তেমন কিছুই জানানো হয়নি। তবে সর্ব সাধারনের কথা মাথায় রেখে দাম ধরা হবে বলে জানিয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ প্রতিষ্ঠানটি। 

এছাড়া সংবাদ সম্মেলনে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের প্রতিনিধি মেহতাব সেন্টু জানিয়েছেন, ২৫ এপ্রিল থেকে বাজারে পাওয়া যাবে বাংলাদেশ দলের রেপ্লিকা জার্সি। 

Bootstrap Image Preview