Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে সেনা রিজিয়নের বিনামূল্যে চক্ষুসেবা প্রদান

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৬:১৬ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৬:১৬ PM

bdmorning Image Preview


বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেছে।

সোমবার (২৫ মার্চ) সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় বান্দরবান ৭ ফিল্ডের এ্যাম্বুলেন্স হল প্রাঙ্গণে মানবতার সেবায় এই চক্ষুসেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চক্ষু সেবা কার্যক্রমের উদ্ধোধন করেন বান্দরবান সেনা রিজিয়নের বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খন্দকার মো: শাহিদুল এমরান।

এ সময় অন্যান্যদের মধ্যে জোন কমান্ডার এস এম আবদুল্লাহ আল আমিন, জি টু আই মেজর মো: ইফতেখার হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন ডা: অংশৈ প্রু মারমা, চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের ডা: সফিকুল ইসলাম ভুইয়া, ডা: বেলাল উদ্দিন খান, ডা: কথক দাশসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বান্দরবানের বিভিন্ন উপজেলার প্রায় ৫ শতাধিক গরীর দুঃস্থদের মাঝে বিনামূল্যে এই চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়। বান্দরবানে সেনা রিজিয়নের আয়োজনে মানবতায় সেবাই প্রতি বছর এ রকম চিকিৎসাসেবা প্রদান করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।

Bootstrap Image Preview