Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোবিপ্রবিতে ছাত্রী হলে সিট নিয়ে হাতাহাতি, আহত ১

সাফওয়ান উল্লাহ, নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৯:৪৬ AM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৯:৪৬ AM

bdmorning Image Preview


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলে সিট নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতিতে এক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৫ শে মার্চ) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় একজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আহত খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মলুয়া আক্তার মলি জানান, প্রভোস্টের মাধ্যমে হলে উঠলেও আনিকা আপু জোরপূর্বক আমাকে হল থেকে বের করে দেয়ার জন্য আজ রুম থেকে আমার সকল জিনিসপত্রসহ সিট বাইরে ফেলে দেয়।

অপরদিকে ইংরেজী বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী আনিকা মেহজাবিন নদী জানান, রাজনীতি করার জন্য মলিকে হলে তুললেও এখন সে রাজনীতিতে অনিহা প্রকাশ করায় তাকে হলের সিট ছেড়ে দিতে বলায় সে আমার উপর হাত তুলে এবং নিজে বাঁচার জন্য নিজের হাত নিজেই কেটে ফেলে।

হলে বিনা অনুমতিতে উঠানোর ব্যাপারে জিজ্ঞসা করা হলে তিনি জানান, রাজনৈতিকভাবে সবাই এই রকম হলে উঠায়।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, এরা ছাত্রলীগের কেউ না। এরা ছাত্রলীগের কোনো প্রোগ্রামেও অংশগ্রহণ করে না।

এ ব্যাপারে জানতে চাইলে হলের প্রভোস্ট ড. আতিকুর রহমান ভূইয়া বলেন, হলে দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয়েছে। বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview