Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামের বাঁশখালীতে অটোরিকশা চালককে গুলি করে হত্যা

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ১০:১৪ AM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ১০:১৪ AM

bdmorning Image Preview


চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শাহাবউদ্দীন (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালককে গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা।

সোমবার (২৫ মার্চ) উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক উপজেলার কাহারঘোনা এলাকার ফরিদ আহমদের ছেলে। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, বিকেলে সিএনজি চালিয়ে বাড়ি ফিরছিলেন শাহাবউদ্দীন। পথে কে বা কারা তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে বাঁশখালী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, শাহাবউদ্দীনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় এক যুবক তাকে গুলি করে হত্যা করেছে। তবে পুলিশ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। 

Bootstrap Image Preview