Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গন্তব্য ছিল জার্মানি, বিমান গেল স্কটল্যান্ড!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ১১:৫৫ AM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ১১:৫৫ AM

bdmorning Image Preview


ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট লন্ডন থেকে জার্মানির ডাসেলডর্ফ শহরে যাওয়ার কথা থাকলেও ‘অজ্ঞাত’ কারণে তা চলে গেল ৮০০ কিলোমিটার দূরে স্কটল্যান্ডের এডিনবার্গে।

সোমবার (২৫ মার্চ) ব্রিটিশ এয়ারওয়েজের হয়ে ডাব্লিউডিএল এভিয়েশন নামের একটি প্রতিষ্ঠান ওই ফ্লাইটটি পরিচালনা করে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিমানে ওঠার পর যাত্রীরা বুঝতেই পারেননি তারা সম্পূর্ণ ভুল পথে চলেছেন। পরে পাইলট এডিনবার্গে নামার কথা ঘোষণা করলে তারা আকাশ থেকে পড়েন। এরপর বিমানটি সেখান থেকে জ্বালানি ভরে নিয়ে আবার রওনা দেয় জার্মানির দিকে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে সাড়ে তিন ঘণ্টা।

ওই বিমান সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ব্রিটিশ এয়ারওয়েজের হয়ে ডাব্লিউডিএল এভিয়েশন নামের একটি প্রতিষ্ঠান ওই ফ্লাইটটি পরিচালনা করে। এমন ভুলের কারণ জানতে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সোফি কুক নামের ওই ফ্লাইটের এক যাত্রী বিবিসিকে জানান, এডিনবার্গে অপেক্ষা করা তাদের জন্য খুবই হতাশার ছিলো। বিমানের বাথরুমের সামনে লম্বা লাইন পড়ে গিয়েছিল। এছাড়া শেষ হয়ে এসেছিল খাবারও।

Bootstrap Image Preview