Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বামীর হাত ধরে আবারও চলচ্চিত্রে ফিরছেন শুভশ্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ১২:৪৪ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ১২:৪৪ PM

bdmorning Image Preview


গত বছর টলিউডে গাঁটছড়া বেঁধেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী এবং নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিয়ের পর রাজ কাজে ফিরলেও শুভশ্রী এতদিন মন দিয়ে করছিলেন সংসার। সময় দিচ্ছিলেন পরিবারকে। আবারও বড় পর্দায় ফিরছেন শুভশ্রী। তবে অন্য কোনও পরিচালক নন। রাজের ছবি দিয়েই কামব্যাক করছেন তিনি!

রাজ চক্রবর্তী প্রোডাকশনের আগামী ছবি ‘পরিণীতা’তেই দেখা মিলছে টালিউড নায়িকা শুভশ্রী। ছবিটির শুভ মহরৎ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মহরতের ছবি শেয়ার করেছেন রাজ!

তিনি জানান, রাজ চক্রবর্তী প্রোডাকশনের তৃতীয় ছবি ‘পরিণীতা’। শুভশ্রী ছাড়াও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী। পরিচালক রাজ নিজেই। স্ক্রিনপ্লে এবং ডায়লগ লিখবেন পদ্মনাভ দাশগুপ্ত। সিনেম্যাটোগ্রাফার মানস গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালক অর্কপ্রভ মুখোপাধ্যায়।

Bootstrap Image Preview