Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইবিতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

আহসান নাঈম, ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ১২:৪৮ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ১২:৫১ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড.শাহিনুর রহমান।

এরপর সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবন চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিসৌধে গিয়ে মিলিত হয়। পরে শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যাক্ষ অধ্যাপক ড.সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিভিন্ন বিভাগ, আবাসিক হল, প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview