Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাঙ্গাবালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০১:২৪ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০১:২৪ PM

bdmorning Image Preview


নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

এদিকে প্রভাতে ৩১বার তোপধ্বনির মাধ্যমে রাঙ্গাবালী থানা প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়েছে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৮টায় সারাদেশে সঙ্গে একযোগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন কৃষ্ণ মিত্র, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসাইন, ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আব্দুল মান্নান হাওলাদার প্রমুখ।

এছাড়াও দিবসের অন্যন্যা কর্মসূচির মধ্য ছিল শিশু ও কিশোরদের চিত্রাংকন, স্কুল, মাদ্রাসা ও কলেজের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা।

Bootstrap Image Preview