Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল ও শার্শায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০১:৩৫ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০১:৩৫ PM

bdmorning Image Preview


বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে যশোরের স্থলবন্দর বেনাপোলে ও শার্শায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে বেনাপোল কাগজপুকুর শহীদ স্মৃতিসৌধে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

সকালে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যশোর-১, (শার্শা) আসনের জাতীয় সংসদ শেখ আফিল উদ্দিন।

এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় রাজনীতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এরপর সকাল ৮টায় ঐতিহ্যবাহী বেনাপোল ফুটবল ময়দান ও নাভারনঅস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে নাভারন বুরুজবাগান পাইলট মাধ্যমিক বিদ্যালয় ময়দানে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত এবং চিত্রাংকন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।

শ্রদ্ধাঞ্জলী ও মনোজ্ঞ ডিসপ্লের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান, বেনাপোল থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ।

Bootstrap Image Preview