Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আটটি পা, চারটি কান, দুটি দেহ কিন্তু মাথা একটি !

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০২:০১ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০২:০১ PM

bdmorning Image Preview
প্রতীকী


আটটি পা, চারটি কান, দুটি দেহ কিন্তু মাথা একটি। এমন আশ্চর্য একটি বাচ্চা প্রসব করেছে পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও সাবেক প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন খানের একটি গরু।

গতকাল সোমবার রাত এগারটায় স্থানীয় গবাদি পশু চিকিৎসক (পল্লী চিকিৎসক) অপু ও জালাল সিজারের মাধ্যমে গরুর বাচ্চাটি প্রসবে সহায়তা করেন। অবশ্য প্রসবের কিছু সময় পরেই মারা যায় বাছুরটি।

এদিকে সংবাদ পেয়ে রাতেই আসংখ্য মানুষ ভীর জমায় গরুর মালিক দেলোয়ার হোসেনের বাড়ীতে।

Bootstrap Image Preview