Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বোমাতঙ্কের পর ২৮১ আরোহী নিয়ে নিরাপদে সিঙ্গাপুরে বিমানের অবতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৩:১৬ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৩:১৬ PM

bdmorning Image Preview


ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর ফিরছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট। কিন্তু বিমানবন্দরের গ্রাউন্ড কন্ট্রোলে ফোন করে জানায়, আকাশে থাকা এসকিউ-৪২৩ ফ্লাইটে বোমা রাখা আছে। 

সোমবার দিবাগত রাতে মুম্বাই বিমানবন্দর থেকে ওড়ার পর বিমানটি তখন মাঝ পথে তখন পাইলটকে এ সংবাদ জানায়।

মুম্বাই বিমানবন্দরের কর্মী থেকে শুরু করে পাইলট ও ক্রুরা গ্রাউন্ড কন্ট্রোলের পাঠানো সেই বিপদ সংকেত পেয়েই সতর্ক হয়ে উঠলেন। বিমানটিতে ছিলেন ২৬৩ জন যাত্রী ও ১৮ জন ক্রু সদস্য ছিলো।

তবে বিমানটি শেষপর্যন্ত নিরাপদেই সিঙ্গাপুরের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ৫৪ মিনিটে চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে উদ্বিগ্ন হয়ে পড়বেন ভেবে যাত্রীদের প্রথমে কিছুই জানাননি বিমানকর্মীরা। যদিও বিমানের কর্মীদের অস্বাভাবিক ব্যস্ততা দেখে বিপদ আঁচ করতে পারেন যাত্রীরা। এসময় তারা চেঁচামেচি শুরু করে দেন।

পরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ এক বিবৃতিতে জানানো হয়, ঘটনাটির তদন্ত হচ্ছে। কে বা কারা ওই ভুয়া ফোন করেছিলেন, তা খুঁজে দেখা হচ্ছে।

বিবৃতিতে আরো জানানো হয়, ওই ঘটনার পর তাদের অন্যান্য ফ্লাইটের কার্যক্রম বিঘ্নিত হয়নি।

এ ব্যাপারে ফ্লাইটঅ্যাওয়ার ওয়েবসাইট জানিয়েছে, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর সোমবার রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে বোয়িং ৭৭৭-৩০০ইআর মডেলটির বিমানটি। ফ্লাইটটি নির্ধারিত সময়ের প্রায় ৩১ মিনিট পর সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করে।

Bootstrap Image Preview