Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘মুক্তিযুদ্ধের সকল শক্তি আজ ঐক্যবদ্ধ’

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৩:৫০ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৩:৫০ PM

bdmorning Image Preview


শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ব্যাপক উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে। মুক্তিযুদ্ধের সকল শক্তি আজ ঐক্যবদ্ধ।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে বগুড়ার ধুনট উপজেলায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাবিবর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। অর্থনৈতিক দিক থেকেও বাংলাদেশ এখন শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই আমরা মুক্তিযুদ্ধ করে ভুল করিনি সঠিক কাজটাই করেছি।

তিই আরও বলেন, একাত্তরে এক রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্যদিয়ে আমরা অর্জন করেছি আমাদের অমূল্য স্বাধীনতা। কিন্তু মহান মুক্তিযুদ্ধের সময় থেকে এদেশে স্বাধীনতা বিরোধীরা আমাদের সকল অর্জনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তাই এই স্বাধীন দেশে কখনো স্বাধীনতাবিরোধী শক্তির রাজনীতি করার অধিকার নেই।

ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক মতিয়ার রহমান সাজু, ধুনট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা আজাহার আলী ভূইয়া, এসএম ফেরদৌস আলম, গোলাম ওহাব, সাবেত আলী, মুক্তিযোদ্ধার সন্তান কলামিষ্ট রেজাউল হক মিন্টু প্রমুখ।

Bootstrap Image Preview