Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহের ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৫:০১ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৫:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধার নাম-পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানিয়েছে।

মোবারকগঞ্জ স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, ওই নারী বেশ কিছুক্ষণ ধরে স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। সাড়ে ১০টার দিকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ইয়ার্ডে পৌঁছানো মাত্রই তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তার মাথা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরণে একটি রঙিন শাড়ি ও কালো রঙের বোরকা পরিহিত ছিল বলে যোগ করেন এই স্টেশন মাস্টার।

Bootstrap Image Preview