Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে লড়তে মনোনয়নের ২৫ হাজার টাকা কয়েনে দিলেন তিনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৭:১৯ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৭:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের লোকসভা নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন দাখিল করার সময় একটি নির্দিষ্ট অঙ্কের টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা করতে হয় প্রার্থীদের। মনোনয়নের সময় সেই সিকিউরিটি ডিপোজিট জমা দেওয়ার সময় চমক দেখালেন তামিলনাড়ুর কুপ্লালজি দেবাদস।

জানা গেছে, কুপ্পালজি দেবাদস আম্মা মাক্কাল ন্যাশনাল পার্টির হয়ে এবারের লোকসভা নির্বাচনে লড়বেন। দক্ষিণ চেন্নাই লোকসভা আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি। ওই আসন থেকে গত বার সাংসদ হয়েছিলেন এআইএডিএমকে-র টি রাধাকৃষ্ণ।

গতকাল সোমবার কুপ্পালজি গিয়েছিলেন মনোনয়ন জমা দিতে। সেজন্য তাকে সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা দিতে হত ২৫ হাজার টাকা। তিনি সেই টাকা জমাও দিয়েছেন। তবে পুরো টাকা তিনি জমা দিয়েছেন ১, ২, ৫ ও ১০ টাকার কয়েন দিয়ে। কলসি ভর্তি কয়েন নিয়ে তিনি পৌঁছেছিলেন সাউথ চেন্নাই জোনাল অফিসে।

তামিলনাড়ুতে লোকসভার আসন সংখ্যা ৩৯ টি। ১৮ এপ্রিল সে রাজ্যের সবগুলো আসনে ভোটগ্রহণ হবে।

Bootstrap Image Preview