Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পরিবারের অমতে প্রেম, পিটিয়ে হত্যা করে তরুণীর লাশ মাঠে ফেলে আসে পরিবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ১০:৩৪ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ১০:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পরিবারের অমতে প্রেম করার অভিযোগে ২৩ বছরের তরুণীকে পিটিয়ে হত্যা করে তার বাবা ও দাদা। এ ঘটনা যাতে কেউ বুঝতে না পারে সেজন্য হত্যার পর তরুণীর লাশ মাঠে ফেলে আসে পরিবারের লোকেরা। পরে শামলি জেলার থানাভবন থানায় ওই তরুণীর নামে একটি নিখোঁজ ডায়রি করেন তারা। শনিবার (২৩ মার্চ) ভারতের উত্তর প্রদেশের মুজফফরনগরের এ ঘটনা ঘটেছে।

পুলিশ সুপার অজয় কুমার পাণ্ডে জানান, তরুণীর ক্ষতবিক্ষত দেহ দেখেই মনে হয়েছিল হত্যা করার আগে তাকে প্রবল মারধর করা হয়েছিল। পরে পরিবারের লোকদের কথায় অসঙ্গতি ধরা পড়ে। তারপরেই জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

তিনি আরো জানান, পরিবারের অমতে এক যুবকের সঙ্গে প্রেম ছিল তরুণীর। এ নিয়ে প্রায়ই ঝামেলা হতো পরিবারের লোকেদের সঙ্গে। এতে পরিবারের সম্মান হানি হচ্ছে অভিযোগ করে তরুণীর বাবা এবং দাদা তাকে হত্যা করে।

Bootstrap Image Preview