Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত‌কে হামলার ঘটনায় ২৬ জনের না‌মে মামলা, আটক ১

হাসান আহমদ, ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ১০:৩৫ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ১০:৩৫ PM

bdmorning Image Preview


ছাত‌কে অতর্কিত হামলার ঘটনায় ২৬ জনের না‌মে থানায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। মামলা দা‌য়েরে পর পু‌লিশ ব্যাপক অ‌ভিযান চা‌লিয়ে একজন অস্ত্রধা‌রি সন্ত্রাসী‌কে গ্রেফতার করে‌ছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) তাকে আটক করা হয়।

জানা যায়, উপ‌জেলার কালারুকা ইউ‌নিয়‌নের গন্ধর্ভপুর গ্রা‌মে লন্ডন প্রবা‌সি সিরাজ মিয়া ও ফারুক মিয়ার প‌ক্ষের লোকজনের অতর্কিত হামলায় ৩০ ব্য‌ক্তি আহতের ঘটনায় গন্ধর্ভপুর গ্রা‌মে তা‌হিদ মিয়ার পুত্র আ‌তিকুর রহমান বাদী হ‌য়ে শিপনকে প্রধান আসামি ক‌রে ২৬ জ‌নের না‌মে মামলা দা‌য়ের ক‌রে‌ন।

গ্রামবা‌সীর উপর এ হামলার ঘটনার 'মূল নায়ক' ফারুক মিয়ার পুত্র সুজন মিয়াকে পু‌লিশ মঙ্গলবার রা‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে তার নিজ বাড়ি থে‌কে পু‌লিশ তা‌কে গ্রেফতার ক‌রে‌ছে।

গ্রেফতা‌রে বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন থানা এস আই পলাশ।

এ বিষয়ে ইউ‌পি মেম্বার লিটন মিয়া জানান, গ্রামবা‌সীর উপর কদর মিয়ার নির্দেশে একদল ভাড়া‌টিয়া সন্ত্রাসীদের হা‌তে গ্রা‌মে সহজ সরল মানু‌ষের উপর অতর্কিত হামলা ও গু‌লি ক‌রে আতংক ক‌রে‌ছে। তা‌দের ভ‌য়ে ঘ‌রে বাই‌রে কেউ বের হ‌চ্ছে না ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন তি‌নি।



 

Bootstrap Image Preview