Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ১০:০৮ AM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ১০:০৮ AM

bdmorning Image Preview


রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে শফিক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী ছিলেন।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২ টার দিকে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে র‍্যাব অস্ত্রসহ শফিকের দুই সহযোগী ফারুক ও প্রদীপকে আটক করেছে।

র‌্যাব–১১–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী শামসের বলেন, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব–১১ এর একটি দল গতকাল রাত পৌনে ১২ টায় মিরপুরের ভাষানটেকের মাটিকাটা এলাকার একটি বাসায় অভিযান চালায়। ওই বাসায় শফিকের লুকিয়ে থাকার তথ্য ছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শফিক ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। ওই সময় শফিক গুলিবিদ্ধ হন। শফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শফিক নরসিংদী জেলায় পুলিশের তালিকাভুক্ত এক নম্বর শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগে একাধিক ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। সবশেষ তাঁর বিরুদ্ধে করা একটি মামলায় তাঁকে গ্রেফতারের জন্য ওই বাসায় অভিযান চালায় র‌্যাব। ঘটনাস্থল থেকে র‌্যাব অস্ত্রসহ শফিকের দুই সহযোগী ফারুক ও প্রদীপকে আটক করেছে। তাঁরা এখন র‌্যাবের হেফাজতে। শফিকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

Bootstrap Image Preview