Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতল ব্রাজিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ১০:০৮ AM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ১০:০৮ AM

bdmorning Image Preview


মঙ্গলবার রাতে চেক রিপাবলিকের বিপক্ষে প্রধামার্ধে পিছিয়ে পড়েও বড় জয় পেল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে রবার্তো ফিরমিনো সমতা ফেরানোর পর গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে প্রীতি ম্যাচে চেকদের ৩-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইনজুরির কারণে এ ম্যাচেও ছিলেন না দলের সেরা তারকা নেইমার। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু আক্রমণে আধিপত্য ছিল চেক প্রজাতন্ত্রেরই। এরই মাঝে ৩৭ মিনিটে ঘরের মাঠে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। দাভিদ পাভেলকার গোলে পিছিয়ে পরে ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই সমতায় ফেরে ব্রাজিল। মারেক সুচির ভুলে ফাঁকায় বল পেয়ে জান রবার্তো ফিরমিনো। আর তা থেকে গোল আদায় করে নিতে কোনো ভুল করেননি লিভারপুল ফরোয়ার্ড।

৮৩তম মিনিটে দলকে এগিয়ে দেন জেসুস। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে ডান দিকে পাস দেন আয়াক্সের ফরোয়ার্ড নেরেস। আর ছোট ডি-বক্সের মধ্যে প্রথম ছোঁয়ায় জাল খুঁজে নেন কিছুক্ষণ ম্যানসিটির ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস।

ম্যাচের ৮৯তম মিনিটে ব্যবধান বাড়ান জেসুস। ডি-বক্সে আলানের ছোট পাস ধরে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ডের নেওয়া প্রথম শট রুখে দেন গোলরক্ষক কিন্তু বিপদমুক্ত করতে পারেননি তিনি। ফিরতি শটে বল জালে পাঠান জেসুস।

ঘরের মাঠে জুন-জুলাইয়ে মাসে কোপা আমেরিকার আগে এটাই শেষ প্রস্তুতি ম্যাচ ছিল ব্রাজিলের।এর আগে শনিবার পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। 

Bootstrap Image Preview