ধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণে নিজেকে বরাবরই দেশের “চৌকিদার” বলে থাকেন। আর এই “চৌকিদার” শব্দটি গোটা দেশজুড়ে এখন ব্র্যান্ড। বিশেষ করে বিজেপি কর্মী-সমর্থকদের কাছে লোকসভা নির্বাচনের আগে শব্দটির মহিমা অন্যরূপ ধারণ করেছে। মোদি ভক্তরা প্রত্যেকেই নিজেদের চৌকিদার পরিচয় দিচ্ছে। ভোটের আগে বিষয়টি নিয়ে প্রচারে যেমন অভিনবত্ব এসেছে, ঠিক একইভাবে তৈরি হয়েছে বিতর্ক।
স্বঘোষিত চৌকিদার ঘোষণায় মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক রাম ডাঙ্গোরে আবার একধাপ এগিয়ে নিজের গাড়িতে “চৌকিদার” লিখলেন৷ তিনি তার গাড়ির নম্বর প্লেটে চৌকিদার লিখে রেখেছিলেন। সেই গাড়ি নিয়ে মধ্য প্রদেশের বিজেপি প্রার্থী নন্দকুমার সিং চৌহ্বানের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।
ঘটনাচক্রে সেদিন খান্ডওযার সর্বত্র রঙ্গপঞ্চমী উৎসব পালন করা হচ্ছিল। সে কারণে রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্ট ছিল। একই সঙ্গে তল্লাশিও চালাচ্ছিল পুলিশ। আর তখনই বিজেপি বিধায়কের গাড়ির নম্বর প্লেটে চৌকিদার লেখাটি চোখে পড়ে পুলিশের। সঙ্গে সঙ্গে জরিমানা করা হয় বিধায়ককে।
জানা গেছে, জরিমানা করার সময় চালানে পুলিশে লিখেছে নম্বর প্লেট আইন লঙ্ঘন করেছে ডোঙরের গাড়ি। যদিও বিজেপি বিধায়কের অভিযোগ এই ঘটনায় কংগ্রেসের মদত রয়েছে।