ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রায় এক মাস পর মঙ্গলবার থেকে পাকিস্তানের বিমানবন্দরগুলো সব ধরনের বিমান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের ওপর দিয়ে সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। খবর দ্য ডনের।
দেশটির ইসলামাবাদ, করাচি, পেশোয়ার ও কোয়েটা বিমানবন্দর থেকে এ মাসের শুরু থেকেই সীমিত আকারে বিমান চলাচল শুরু হয়।মেরামতের পর আগামী ২৮ মার্চ খুলে দেয়া হবে শিয়ালকোট বিমানবন্দরও।
মঙ্গলবার থেকে সব ধরনের বিমান চলাচলের জন্য পাকিস্তানের বিমানবন্দর খুলে দেয়া হলেও ট্রানজিট বিমান অবতরণের নিষেধাজ্ঞা বহাল আছে।
তা ছাড়া নিরাপত্তাজনিত কারণে ব্যাংকক, কুয়ালালামপুর ও নয়াদিল্লি থেকে পাকিস্তানে সব ধরনের বিমান চলাচল এখনও বন্ধ রাখা হয়েছে।