Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের সাজা প্রেমিকের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০১:২৫ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০১:২৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নারকেলডাঙ্গায়  অভিজিত নামের এক যুবক এক নারীকে জোর করে  তুলে নিয়ে গিয়ে একটি মন্দিরে বিয়ে করে। পরে তাকে  জোরপূর্বক ধর্ষণ করে।পরবর্তীতে মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে  অভিজিতকে গ্রেফতার করে পুলিশ।

গত বছর ডিসেম্বর মাসে ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যমের খবর বলা হয়, মঙ্গলবার ওই মামলায় ১৪ বছরের কিশোরীকে অপহরণ, জোর করে বিয়ে এবং বলপূর্বক ধর্ষণের অভিযোগে অভিজিতকে দোষী সাব্যস্ত করে কলকাতা হাইকোর্ট। এরপর ধর্ষণের দায়ে অভিজিতকে ১০ বছর এবং অপহরণের দায়ে ৫ বছর সশ্রম কারাদণ্ড দেন।

যদিও মামলা চলাকালীন মেয়েটি নিজের বক্তব্য জানায়, সে আগে অভিজিতের সঙ্গে তিন বছর সম্পর্কে জড়িয়েছিল। কিন্তু ওই দিন অভিজিৎ তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছিল। যদিও অভিজিদের দাবি, তার কোন দোষ নেই, মেয়েটি স্বেচ্ছায় তার সঙ্গে গিয়েছিল।  

Bootstrap Image Preview