Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ববিতে ‘রাজাকারের বাচ্চা’ বলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৩:০৭ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৩:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলার প্রতিবাদ ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত ক্লাস-পরীক্ষা দেবেন না বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসি ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলেন।

এই ঘটনার প্রতিবাদের শিক্ষার্থীরা বুধবার সকাল ৮টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা ক্লাসে যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।  এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু দাবি। এর মধ্যে রয়েছে টিএসসিতে পাঠদান না করানো, সেমিনার রুমের ভাড়া ৩ হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা এবং সব জাতীয় দিবস শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে পালন করা। 

এ ব্যাপারে ববি’র প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, এ বিষয় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে। এরপরও কেন তারা এভাবে আন্দোলন করছে তা আমার বোধগম্য নয়। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়ে কোনও চিঠি পাওয়া যায়নি। আমরা তাদের চিঠির অপেক্ষায় আছি। চিঠি পাওয়া গেলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটা সমাধান বের করা হবে।

Bootstrap Image Preview