Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিরল রোগে আক্রান্ত চৌদ্দগ্রামের শিশু আরফান

আবুল কালাম আজাদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৩:২৪ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৩:২৪ PM

bdmorning Image Preview


কুমিল্লায় বিরল রোগে আক্রান্ত চৌদ্দগ্রামের আব্দুল্লাহ আরফান। জন্মের পর থেকে আস্তে আস্তে দেখা দিতে শুরু করে রোগটি। আরফানের গালের ডান পাশে কালো হয়ে গজাতে থাকে চুল। যা দেখতে অনেকটাই ভয়ানক। ধীরে ধীরে আরো ভয়ানক হতে শুরু করে।

জীবনে সব থেকে আলাদা হতে থাকে আরফান। স্কুল জীবনে সব শিশু তার পাশে বসতে ভয় পেত। বর্তমানে সবকিছু ছেড়ে একাকি হয়ে বাসায় জীবন কাটাচ্ছে আরফান। 

আরফানের মা জানান, ডাক্তাররা বলেছেন এই বিরল রোগের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। এই বিরল রোগটি নিয়ে কোথাও সহজে বাসা থেকে বের হতে চায় না আরফান। সুস্থ জীবন ফিরে পাবার আশায় করছেন শিশুটি। বাংলাদেশে কিছু চিকিৎসা করতে অনেক টাকা খরচ হয়েছে। আর্থিক অবস্থা ততটা ভাল না। বিদেশে চিকিৎসা তো দ্যরের কথা, বাংলাদেশে চিকিৎসা করার মত সামার্থ নেই আমাদের।

তিনি আরও বলেন, আরফান বাসা থেকে বের হলে সবাই তার দিকে দেখে হাসাহাসি করে। যার কারণে বাসা থেকে বের করতে চাই না সে। 

আফফান বলে, আমি স্কুলে সহপাঠিদের সাথে মিশতে চাইলেও ওরা আমার সাথে ভয়ে মিশতে চায় না। আমি সবার সাথে মিশে পড়ালেখা ও খেলাধুলা করতে চাই। সবাই আমাকে দেখে মুখ ফিরিয়ে নেন বিষয়টি আমার কাছে খারাপ লাগে। 

Bootstrap Image Preview