দূর থেকে তাকে দেখলে যে কেউ টাইগার দলের সাবেক অধিনায়ক আকরাম খানকে মনে করবেন। কিন্তু কিছুক্ষন দেখার পর সেই ভুল ভেঙে যাবে। ভাবতে পারেন কে হতে পারে এই বিশাল শরীরের অধিকারী। যে নিজেকেই নড়াতে পারছেন না আবার ক্রিকেট খেলছেন।
তাকে না চিনারই কথা, কারোণ যার কথা বলছি তিনি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মিরপুরে আয়োজিত বিসিবি কর্মকর্তা একাদশ বনাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একাদশের মধ্যকার প্রীতি ম্যাচে খেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
একুশ মিনিট উইকেটে থেকে ১৮টি বল খেলে অপরাজিত থেকে রান করেছেন ১০টি। ছোট বেলা থেকেই খেলা পাগল এই মানুষের চিন্তা ধারায় রয়েছে বাংলাদেশের ক্রীড়া উন্নায়ন।
ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।