চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দ্বাদশ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন টাইগার দলের টেস্ট ও টি-২০ দলপতি সাকিব আল হাসান।এমনটা সবাই জানেন। কিন্তু তিনি এবার একা নন।তাঁর সঙ্গে মাইক্রফোন হাতে কমেন্ট্রি বক্স মাতাচ্ছেন আরো এক বাংলাদেশি- আতহার আলী খান।
এদিকে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে গত ২৩ মার্চ শনিবার মাঠে গড়ায় আইপিএলের ১২তম আসর।
ভারতের বাংলা টিভি চ্যানেল জলসা মুভিজে সরাসরি সম্প্রচার করা হয় ওই ম্যাচ। আর জনপ্রিয় ওই চ্যানেলটিতেই আতহার আলী খান ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।
এদিকে নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।