'মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন' এ শ্লোগানকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিট এবং ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের আয়োজনে বুধবার (২৭ মার্চ) সকাল ১০টায় ক্যাম্পাসের হাদী চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.মোহাম্মদ ফায়েক উজ্জামান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. শরীফ হাসান লিমন, বিভিন্ন স্কুলের ডিন বৃন্দ, শিক্ষকবৃন্দ, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলসহ সকল ডিসিপ্লিনের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে।
শোভাযাত্রাটি সম্পূর্ণ ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় হাদী চত্বরে এসে শেষ হয়।
এসময় মাননীয় ভিসি স্যার তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে মাদক একটি হুমকি হয়ে দাড়িয়েছে। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যেন সচেতন হয় এবং অন্যদের সচেতন করে সারাদেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সর্বাত্মক সহায়তা থাকবে বলে তিনি আশ্বাসদেন।
এসময় ছাত্র বিষয়ক পরিচালক বাঁধনসহ উপস্থিত সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ক্যাম্পাসকে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন। বাঁধনের সভাপতি ইয়াছিন আহমেদ নবীনদেরকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
সবশেষে ছাত্র বিষয়ক পরিচালক সবাইকে ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করে।