Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টানা সাত বলে সাত ছক্কা হাঁকালেন ভারতের এই ব্যাটসম্যান !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৬:১১ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৬:১১ PM

bdmorning Image Preview


সাত বলে সাত ছক্কা শুনে হয়তো একটু অবাক হয়েছেন। কারণ ছয় বলে ছয় ছক্কা এর আগে অনেকেই হাঁকিয়েছেন। কিন্তু সাত বলে সাত ছক্কার কথা এই প্রথম শুনলেন। এক অভারে তো বল ছয়টি। তাহলে সাত ছক্কা হলো কিভাবে?

সেই বিস্ময়কর কাজটিই করেছে মুম্বাইয়ের এক চাষির ছেলে, পেশায় তিনি নিজে একজন সেলসম্যান। ২৩ বছর বয়সী মাকরান্দ পাতিল এমনই এক বিরল ইতিহাস সৃষ্টি করলেন।

মুম্বাইর জিমখানা মাঠে ফার্স্ট ডিভিশন টাইমস শিল্ড টুর্নামেন্টে ভিভা সুপারমার্কেটসের হয়ে ব্যাট করতে নেমে মহিন্দ্রা লজিস্টিকসের বিরুদ্ধে পর পর সাতটি ছক্কা মারে রেকর্ড বুকে নাম তুলে ফেলেন তিনি। 

সাত বলে সাত ছক্কা মেরে সবার  রেকর্ডকে একযোগে ভেঙে দিলেন মুম্বাইর অখ্যাত ব্যাটসম্যান মাকরান্দ। আট নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৬ বলে ৮৪ রান করেন তিনি।

টানা সাতটি ছক্কা মারার ইতিহাস গড়ে পাতিল বলেন, ‘পরপর চারটি ছক্কা মারার পর আমিও ভাবিনি, ওভারে ছয়টি ছক্কা মারতে পারব। তবে যখন সেটা করে ফেলি, সতীর্থদের উল্লাস দেখে দারুণ লাগছিল। পরে যখন সাত নম্বর বলেও ছক্কা মারি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। ম্যাচের পর থেকে প্রচুর ফোন আসছে। সবাই অভিনন্দন জানাচ্ছে। একদিনের জন্য স্টার হয়ে গেছি আমি।’

Bootstrap Image Preview