Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার রাজশাহীতেও ’আমেরিকান কর্ণার’ চালু

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৭:২২ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৭:২৯ PM

bdmorning Image Preview


ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটের পরে এবার রাজশাহী মহানগরীতে চালু হয়েছে ‘আমেরিকান কর্ণার’।

বুধবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহী মহানগরের তালাইমারী বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘আমেরিকান কর্ণার’ এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত আর্ল রর্বাট বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আমেরিকান কর্ণার রয়েছে। কিন্তু শিক্ষানগরী রাজশাহীতে এটি ছিল না। এবার রাজশাহীতেও এটি চালু করা হলো। এর মাধ্যমে রাজশাহীর শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন তথ্য খুব সহজে পাবে। শিক্ষা এবং ক্যারিয়ারের জন্য এ কর্ণার শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী হবে।

তিনি আরও বলেন, প্রধানত শিক্ষার্থীদের কথা চিন্তা করে এ কর্ণার চালু করা হলেও এগুলো সব শ্রেণি-পেশার মানুষেরই কাজে লাগবে। কীভাবে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য যাওয়া যেতে পারে, কোন উপায়ে তথ্য পেতে পারে শিক্ষার্থীরা এখান থেকেই তা জানতে পারবে। এডিট বলা যায় একটি তথ্য কেন্দ্র। আমেরিকার সব তথ্যই এখানে পাওয়া যাবে।

অনুষ্ঠানের আগত বক্তব্য দেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক সাইদুর রহমান খান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, আমেরিকা কর্ণারের সমন্বয়ক আইরিন সুলতানাসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।

Bootstrap Image Preview