পিঠের ব্যথার কারণে পাকিস্তান সুপার লিগ পিএসএল থেকে ছিটকে গিয়েছিলেন টি-টোয়েন্টির বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স । এবার সেই একই কারণে অনিশ্চিত হয়ে গেল তাঁর চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল।
দুশ্চিন্তায় ঘুম হারাম হওয়ার উপক্রম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। তবে আইপিএল অবশই খেলার ইচ্ছা আছে বলসেন এবি ডি ভিলিয়ার্স । কিন্তু ইনজুরি কাটিয়ে ফিরবেন কবে সেটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।
এদিকে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্সব্যাঙ্গালুরুর।এখন সেরা এই খেলোয়াড় ছাড়া কতদূর যাবে বিরাটের দল সেটাই প্রশ্ন।