Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আয়ারল্যান্ড সিরিজে টাইগারদের স্কোয়াডে নতুন মুখ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৭:৪৬ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৭:৪৬ PM

bdmorning Image Preview


বিপিএলের পর চলতি ডিপিএলে দারুণ ছন্দে রয়েছে ইয়াসির আলি চৌধুরীর ব্যাট। প্রতিনিয়তই খেলছেন বড় বড় স্কোর। এবার তারই পুরস্কার হিসাবে আসন্ন আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকছেন ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। 

বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ইয়াসির। ১১ ম্যাচ খেলায় সুযোগ পেয়ে ২৭.৯০ গড়ে ৩০৭ রান সংগ্রহ করেছিলেন তিনি। যেখানে ৭৮ রানের ইনিংস ছিল তাঁর সর্বোচ্চ।

এরপর চলতি  ডিপিএলে পাঁচ ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে সংগ্রহ করেছেন যথাক্রমে ৬৫, ৩২*, ১০৬*, ৩৮, ৩৯* রান। ব্যাটিং শৈলী দেখিয়ে নির্বাচকদের নজরে এসেছেন তিনি।

যদিও বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে তাঁর জায়গা এখনও নিশ্চিত নয়। তবে তাঁকে বিশেষ বিবেচনায় রাখছেন জাতীয় দলের নির্বাচকরা।এখন আয়ারল্যান্ড সফরের উপর নির্ভর করছে তাঁর ইংল্যান্ড বিশ্বকাপের স্কোয়াডে থাকা। এই সিরিজে নিজেকে কতটুকু প্রমাণ করতে পারেন সেই অপেক্ষায় টাইগার ভক্তরা।

আগামী মে মাসের ৫ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ, উইন্ডিজ এবং স্বাগতিক আয়ারল্যান্ড নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ।  

Bootstrap Image Preview