৫ম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচনে সাতক্ষীরার তালায় ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের মধ্যে ৪ প্রার্থীজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী যে পরিমাণ ভোট পড়েছে, তার আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। তালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ৪ জন এক-অষ্টমাংশ ভোট পাননি।
জানা গেছে, তালা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ঘোষ সনৎ কুমার পেয়েছেন ৫১হাজার ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএম ফজলু হক হক আনারস প্রতীকে পেয়েছন ৪৮ হাজার ৭০০ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে সরদার মশিয়ার রহমান ৫৩ হাজার ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইখতিয়ার হোসেন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৮৭৭ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে মুরশিদা পারভীন পাপড়ি ৫১ হাজার ৯০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকিলা ইসলাম জুই হাঁস প্রতীকের পেয়েছেন ৩৩ হাজার ২২৫ ভোট।
সেই সূত্রে তালায় উপজেলা ভাইচ চেয়ারম্যান পদে তালা প্রতিকের প্রার্থী আ:জব্বার ৯ হাজার ৯ শত ৪৮ ভোট, চশমা প্রতীকে আমিনুজ্জামান পেয়েছেন ২৯শ' ১৪ ভোট। ভাইচ চেয়াম্যান(মহিলা) পদে পদ্মফুল প্রতীকে জেবুন্নেছা খানম পেয়েছেন ১০হাজার ৭শ' ৩৪ ভোট ও শারীরিক অসুস্থতার জন্য নির্বাচন থেকে সরে আসা ফুটবল প্রতিকের প্রার্থী মোস্তারী সুলতানা পুতুল ভোট পেয়েছেন ১২শ' ৫৩ ভোট। এই ৪জন প্রার্থী কাস্টিং ভোটর মধ্যে প্রায় ১২ হাজার ৭ শত বা তার অধিক ভোট না পাওয়ায় ৪ জন প্রার্থী তাদের জামানাত হারিয়েছেন।