শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের আয়োজনে ‘স্যুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট ম্যানেজম্যান্ট’ এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) এ কর্মশালার সার্টিফিকেট বিতরণ করা হয়।
সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গুণগতমানের শিক্ষা প্রদানের জন্য এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা প্রদানের জন্য নিয়মিতভাবে এ ধনের কর্মশালার আয়োজন করা প্রয়োজন। বিশেষ করে সিইই বিভাগের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণের গুরুত্ব আরো বেশি।
উল্লেখ্য, গত ১৫ থেকে ১৬ মার্চ সিইই বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজিজুল হকের সভাপতিত্বে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের গণপূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. কুতুব আল হোসাইন। অনুষ্ঠানের শুরুতেই ভিসি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।