দেশের বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন সহকারী শিক্ষককে রাজধানীতে বদলি করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) শেখ জসিম উদ্দিন আহাম্মেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, শূন্য পদের বিপরীতে তাদেরকে বদলি করা হলো।
গত ২৫ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদফতর এ আদেশটি দেয়। এরপর বুধবার (২৭ মার্চ) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এর আগে গত ২৪ জানুয়ারি একযোগে ৩০ জন সহকারী শিক্ষককে একযোগে বদলি করার পর মন্ত্রণালয়ের নির্দেশে তা স্থগিত করা হয়। কারণ হিসেবে বলা হয়, অনিয়মের অভিযোগ উঠেছিল। ওই আদেশ স্থগিতের প্রায় দুই মাসের মাথায় একযোগে ৪০ জন শিক্ষককে বদলি করে রাজধানীতে আনা হলো।