Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বাধীনতা দিবস উপলক্ষে বিইউপি’তে ক্রিকেট টুর্নামেন্ট

জীম মণ্ডল, বিইউপি প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ১০:৩৫ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ১০:৩৬ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


গতকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস্ (বি.ইউ.পি)তে অনুষ্ঠিত হয়ে গেল “প্রথম আন্তঃ (বিইউপি) এমবিএ প্রফেশনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯”৷

টুর্নামেন্টটি আয়োজন করে (বি.ইউ.পি) এমবিএ প্রফেশনাল ফ্যামিলি৷ যার মূল উদ্যোক্তা ছিলেন হাসনাইন আহমদ, আননাফী ও মাইনুল সৌরভ৷ টুর্নামেন্ট টির মূল স্পন্সর ছিল মুহূর্ত ডট কম(muhoorto.com) ৷

টুর্নামেন্টটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল এ.এইচ.এম ইয়াসিন চৌধুরী, সহযোগী অধ্যাপক, চেয়ারম্যান, (এফ.বি.এস) বিইউপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভলপমেন্ট এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভলপমেন্ট এর সহ-প্রতিষ্ঠাতা অধ্যাপক মঈন উদ্দিন চৌধুরী এবং মোঃ রাজিব উদ্দিন, সহকারী অধ্যাপক, এমবিএ সমন্বয়কারী ইউপি৷

এমবিএ প্রফেশনাল এর মোট আটটি ব্যাচ টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করে, যেখানে চ্যাম্পিয়ন হয় ১৯-ব্যাচ এবং রানার আপ হয় ১৩-ব্যাচ৷ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ১৯-ব্যাচের মামুন রাতুল৷

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিগণ আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন৷ সেই মুহূর্তে স্পন্সর করার জন্য ধন্যবাদ জানান৷ এবং ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করার জন্য আহ্বান জানান ৷

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মুহূর্ত ডটকম এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ৷ এই সময় মুহূর্ত ডট কম এর পরিচালকবৃন্দ মাহমুদুল এহসান, সাদ বিন হোসেন, মোঃ সাকিফুজ্জামান এবং মোঃ অলিভ হাসান উপস্থিত ছিলেন ৷

Bootstrap Image Preview