Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রূপগঞ্জে স্কুলছাত্র হত্যার প্রধান আসামি গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ১০:৫৯ AM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ১১:০৫ AM

bdmorning Image Preview


রূপগঞ্জে স্কুল ছাত্র কামরুল হাসান হৃদয় হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামি মুরাদ হোসেন রাব্বিকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

বুধবার (২৮ মার্চ) বিকালে র‌্যাব-১ সিপিসি-৩ এর রূপগঞ্জের পূর্বাচল শিমুলিয়া এলাকার ক্যাম্পের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

এর আগে মুরাদ হোসেন রাব্বিকে গাজীপুরের জয়দেবপুর হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুরাদ হোসেন রাব্বি ওরফে টেলি রাব্বি ঢাকার উত্তরখান থানার বড়বাগ এলাকার বাদল হোসেনের ছেলে।

র‌্যাব-১ এর লেঃ কর্ণেল মোঃ সারওয়ার বিন কাশেম জানান, নিহতের মা লাবনী বেগম বাদী হয়ে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ২১ মার্চ রাজধানীর উত্তরখান থানাধীন রাজবাড়ী বাহারটেক এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বিগবস গ্রুপ ও কাশ্মীরি গ্রুপের মধ্যে সংঘর্ষে কামরুল হাসান হৃদয়কে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত কামরুল হাসান হৃদয় নোয়াখালী জেলার সেমবাগ থানার বাবু-শ্রীপুর এলাকার কামাল হোসেনের ছেলে। সে দি চাইল্ড ল্যাবরেটরি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র ছিলেন।

Bootstrap Image Preview