Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বনানীতে আগুন: আগুন থেকে বাঁচতে রশি বেয়ে নামার চেষ্টা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০২:২৩ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৪:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারের আট ও নয়তলায় আগুন লেগেছে। আগুন থেকে বাঁচতে অনেকে রশি বেয়ে নামার চেষ্টা করছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, আগুন থেকে বাঁচতে ভবনের জানালা দিয়ে অনেকে নামার চেষ্টা করছেন। রশি বেয়ে নামতে গিয়ে দুজন পড়ে গেছেন।

এখনো অনেক মানুষ ভেতরে আটকরা পড়ে থাকতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন।

আগুন লাগার ঘটনা জানার পর থেকেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে লাইভ আপডেট প্রচার শুরু করে। এসমস্ত ফুটেজেও দেখা যায়, বিভিন্ন তার বা রশি ধরে লোকজন ভবনের ভেতর থেকে নামার চেষ্টা করছে। দুয়েকজনকে পড়ে যেতেও দেখা যায় এসময়।

লোকজনের নামতে সাহায্যের জন্য সেখানে একাধিক মই ধরতে দেখা যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে ১৬ ইউনিট।

Bootstrap Image Preview