Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ আটক ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৩:০৫ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৩:০৫ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অস্ত্র-গুলি, রামদাসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এর আগে, বুধবার (২৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের আবুল হাশেমের ছেলে অপু আহমেদ (২২), একলাশপুর এলাকার সামছুল হক মেম্বারের ছেলে রেজাউল হক রনি (২৩) ও মীরওয়ারিশপুর এলাকার সেলিম উদ্দিনের ছেলে আলা উদ্দিন (২০)।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ম্যাগজিনসহ একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, চারটি রামদা ও একটি শাবল। 

আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview