Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কলকাতা বিরুদ্ধে যে কান্ডে আবারো ট্রোলড অশ্বিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৩:১৮ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৩:১৮ PM

bdmorning Image Preview


গেল সোমবার রাজস্থান রয়ালের ব্যাটসম্যান জস বাটলারকে বিতর্কিত ভাবে আউট করে বিশ্বজুড়ে সমালোচনার শিকার হয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রর অশ্বিন। এবার কলকাতার বিরুদ্ধে নতুন ভুল সিদ্ধান্ত নিয়ে আবারো আলোচনায় আসলেন তিনি। 

কেকেআর ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে যখন মোহম্মদ সামির ইয়র্কারে বোল্ড হন আন্দ্রে রাসেল। এ সময় নাইট রাইডার্সের স্কোর বোর্ড ১৬১ রান জমা ছিল৷ আম্পারের কোনো সিদ্ধান্ত দেওয়ার আগেই রাসেল মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন প্রায়৷ 

তবে রিপ্লেতে অশ্বিনের ফিল্ড প্লেসমেন্টে গলদ ধরা পড়ে৷ খেলার নিয়ম অনুসারে পাওয়ার প্লে’র পরে বোলার ও উইকেটকিপার ছাড়াও ৩০ গজের বৃত্তের ভিতরে ন্যূনতম ৪ জন ফিল্ডার রাখা বাধ্যতামূলক৷ এক্ষেত্রে পাঞ্জাবের ৩ জন ফিল্ডার ছিলেন বৃত্তের ভিতরে৷ ৫ জনের পরিবর্তে অশ্বিন ৬ জন ফিল্ডার রেখেছিলেন বৃত্তের বাইরে৷

অশ্বিনের এমন কান্ডের পর তৃতীয় আম্পায়ার তড়িঘড়ি রাসেলকে ক্রিজে ফেরানোর সিদ্ধান্ত জানান ফিল্ড আম্পায়াররা৷ মাত্র ৩ রানে জীবনদান পাওয়া আন্দ্রে রাসেল ক্রিজে ঝড় তোলেন এরপর৷ শেষ পর্যন্ত ১৭ বলে ৪৮ রান করে ক্রিজ ছাড়েন তিনি৷ ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৩টি চার ও ৫টি ছক্কা হাঁকান ক্যারিবিয়ান অলরাউন্ডার৷ একসময় দু’শোর ঘরে ঢোকা অনিশ্চিত দেখানো নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে পৌঁছে যায় ৪ উইকেটে ২১৮ রানে৷

অশ্বিনের এমন কাণ্ডে ম্যাচের পর ট্রোলড হলেন পাঞ্জাব অধিনায়ক। এছাড়া এদিন তিনি চার ওভার বল করে দিয়েছেন ৪৭ রান। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির পাত্র হচ্ছেন তিনি। 

Bootstrap Image Preview