Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'মাফ করে দিয়েন' আগুন লাগা ভবন থেকে ফেসবুকে যুবকের পোস্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৪:২৪ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৪:২৪ PM

bdmorning Image Preview


মাফ করে দিয়েন। আগুন। lift 13 FR Tower banani। ফেসবুকে এমন পোস্ট দিয়ে সবার কাছে ক্ষমা চেয়েছেন রিপন আহমেদের নামের এক মডেল।

দুপুরে ৩টার দিকে নিজের ফেসবুকে এই পোস্ট দেন রিপন। এখন এফ আর টাওয়ারের ১৩ তলায় তিনি অবস্থান করছেন বলে দাবি করেছেন।

পোস্টে তিনি ৩টি ধোয়াচ্ছন্ন ছবিও প্রকাশ করেছেন।

এর আগে রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের সাথে কাজ করছে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও ভবনের নিজস্ব নিরাপত্তাকর্মীরা অবস্থান করছেন। ভবনের অধিকাংশ লোকই নিচে নেমে অবস্থান নিয়েছে।

ভেতরে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া বহুতল ভবনটির পাইপ বেয়ে অনেককে নিচে নামার চেষ্টা করতেও দেখা গেছে।

Bootstrap Image Preview